ক্লাসে ছাত্রদের পড়াচ্ছেন শিক্ষক।
ক্লাসের শেষ পর্যায়ে ছাত্রদের বিভিন্ন প্রশ্ন
করছেন---
শিক্ষকঃ কে বলতে পারবে I Love You কোন দেশে এবং কে আবিস্কার করেছে?
ছাত্রঃ স্যার চায়না কোম্পানী
শিক্ষকঃ ( অবাক হয়ে)
কিভাবে বুঝলে বাবা?
ছাত্রঃ এইটার কোন Guarantee নাই , কোন Quality ও নাই
...............................
...........................
.............................
.............................
টিকলে সারাজীবন । না টিকলে ২ দিনও যায় না।।
====================================
একদিন ক্লাসে সকল
ছাত্রছাত্রীর
উদ্দেশ্যে
"ম্যাডাম" বললেন???
তোমরা সবাই আগামীকাল
০৪ টা করে ইংরেজী শব্দ লিখে আনবে।
বল্টু স্কুল
থেকে বাড়িতে যাচ্ছে আর
চিন্তা করছে..............
ইংরেজী শব্দ।
হঠাৎ সে দেখতে পেলো .
.............
................
.................
..............
. ১. একটা লোক
একটা ছেলেকে ধমক
দিয়ে বলছে "Stand up" বল্টু
লিখে নিলো তার প্রথম
ইংরেজী শব্দটা।
২. এরপর সে পথের ধারে একটা "Dustbin"
দেখতে পেলো।
৩. কিছুদুর যেতে যেতে বল্টু
একটা সিনেমার
শুটিং দেখতে পেলো.....
এবং হিরোইন "Hero" কে ডাকছে।
৪. হিরো বললো "Oh my darling"
আজ নয় কাল।
.................
.......................
পরের দিন সকালে বল্টু ক্লাসে আসলো
..................
...........................
..................
....................
. এবং ম্যাডাম
জিজ্ঞাসা করলো তোমরা কে
কি ইংরেজী শব্দ
এনেছো
বল্টু : দাড়িয়ে বলল "Stand up"
ম্যাডাম : তুমি আমাকে কি মনে কর?
বল্টু : "Dustbin"
ম্যাডাম : তুমি নিজেকে কি মনে কর?
বল্টু : Hero
ম্যাডাম : এই নগেন বেতটা
নিয়ে আসো তো?
বল্টু : "Oh my darling" আজ নয়
কাল।
ভালো লাগলে একটা লাইক ও শেয়ার
(সংগৃহীত জোকস )
I Love You Bangla Jokes
Tags
# Bangla Jokes
# comedy jokes
# funny short jokes
Share This
funny short jokes
Labels:
Bangla Jokes,
comedy jokes,
funny short jokes