""এক মেয়ে ম্যাসেজ পাঠিয়েছেন-
" ভাইয়া, কেমন আছেন? আমাকে চিনতে পেরেছেন? নাকি ভুলে গেছেন?"
আমি দ্রুত মেয়েটার প্রোফাইলে ঢুকে ছবি দেখে চেনার চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে তাকে লিখলাম-
" ঠিক চিনতে পারছি না, কোথায় যেনো দ্যাখা হয়েছে?"
মেয়েটি লিখলো-
" কোথাও দ্যাখা হয় নাই ভাইয়া।"
আমি কিছুটা বিস্ময় নিয়ে প্রশ্ন করলাম-
" তাহলে??"
মেয়েটি খুব আক্ষেপ নিয়ে লিখলেন-
" এতো সহজে ভুলে গেলেন ভাইয়া?"
আমি অপরাধীর ভঙ্গিতে লিখলাম-
" দুঃখিত। আমার কিছুই মনে পড়ছে না।"
এরপর মেয়েটি লিখলো-
" আমি সিনথিয়া আপুর ফেসবুক ফ্রেন্ড। আপনি গতবছর তার ছবিতে কমেন্ট করেছিলেন - 'সুন্দর লাগছে'। আমি আপনার কমেন্টে লাইক দিয়েছিলাম। মনে পড়েছে ভাইয়া?"
মেয়েটির স্মৃতিশক্তির প্রখরতা আর আমার স্মৃতিশক্তির দুর্বলতার কথা ভেবে কান্না পাচ্ছে খুবই।
(সংগৃহীত বাংলা জোকস)